সিলেটকে সব সময় মিস করবো : বিদায়ী এসএমপি কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার মো: রেজাউল করিম পিপিএম বলেছেন এক বছর দায়িত্ব পালনকালে সিলেটের সকল শ্রেণী-পেশার মানুষের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা ভোলার নয়। আমি সব সময় সিলেটকে মিস করবো।
সিলেটে গতকাল বুধবারই ছিল এ পুলিশ কর্মকর্তার শেষ কর্মদিবস। তিনি শিগগিরই ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে যোগদান করবেন। জুলাই বিপ্লব পরিবর্তিত পরিস্থিতিতে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি সিলেটে কমিশনার হিসেবে যোগদান করেন। যোগদানের পর নিজের কর্মকান্ডের মাধ্যমে তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।
বিদায়ের দিন সিলেটের জেলা প্রশাসন আয়োজিত বিদায়ী সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুপুরে তিনি সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখেন। বক্তার এক পর্যায়ে তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট এর পরে পুলিশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। আমি সেই অবস্থায় এসে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করি। পুরো সিলেট বিভাগের মধ্যে আমাদের সিলেট আল্লাহর রহমতে শান্ত ছিল। আমার খুব ইচ্ছে ছিল সিলেটে বেশি সময় দিবো। কিন্তু সবসময় সবকিছু চাইলেও হয় না। এই এক বছরে কাজ করতে গিয়ে দেখেছি আপনারা আমাকে সহযোগিতা করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, যা সহজে ভুলার নয়। সিলেটকে আমরা পূণ্যভূমি বলি যে, এটা আসলেই পূণ্যভূমি। আমি আপনাদের কাছ থেকে সম্মান ও ভালোবাসাটাও পেয়েছি সেরকম। সিলেটবাসীকে ভুলার মতো না। আমি সবসময় সিলেটকে মিস করবো।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে অনেক সত্য খুঁজে বের করেন। যার মাধ্যমে নিরপরাধরা মুক্তি পায় আর আসামীরা শাস্তি পায়। যা ইতিমধ্যে আমরা দেখেছি। আমার এই এক বছরে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। যার কারণে পুলিশ প্রশাসন ভালোভাবে কাজও করতে পেরেছে।’
২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: রেজাউল করিমকে বদলি করা হয়। খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নতুন কমিশনার গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।