স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৬:৩৭ অপরাহ্ন

স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও শুদ্ধ বানানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয় বানান প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের বানানের উপর দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করে।অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোহাম্মদ শামছ উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন – প্রতিটি সঠিক শব্দ শিক্ষার্থীর ভাষাজ্ঞান, ভাষার সুনিপুণ ব্যবহার ও তাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং শব্দের সঠিক বানান জানা মানে চিন্তার সঠিক প্রকাশ করা। এছাড়াও এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাজিয়া হক, আমিনা খাতুন খুশি, শাবনাজ বেগম শমি, সুমাইয়া মান্না, মাহমুদা নুসরাত। উক্ত অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন স্নিগ্ধা ভট্টাচার্য্য, সানজিদা খাতুন, ফারজানা তাসনিম, রায়েবা রাকিব রুনি,ববি রাণী দে, ফারজানা ইয়াসমিন, সুলতানা সফিকা পারভিন, শারমিন সুলতানা, তাহেরা সিদ্দিকা মৌরি, লিজা চৌধুরী।
প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে বিজয়ী শিক্ষার্থীরা হলো – তানহা মরিয়ম, প্রতিভা দত্ত নিধি, রিহানসি দে, অনিরুদ্ধ কুমার নাগ, মানহা লাবিবা তফাদার, আরিবা ইবনাত রাইদা, মুমিনুল হক চৌধুরী ইফাজ,আর্য্যশ্রেষ্ঠ দাস নিগম, মৌপিয়া তালুকদার,আয়েশা বেহরোজ আদিব,আহনাফ আহমেদ আদিব,রাইসা কল্যাণ রিয়া,আদিনা আরিফ মোমতাজ, সুমাইয়া আহমেদ, মুনিরা রশীদ, আমানা ইসলাম, রুহামা ফাতেমা চৌধুরী, সম্পূর্ণা পাল পুনম, তাওসিফ ইসলাম, অভ্রময় মহাত্ব, সূর্য তালুকদার প্রিন্স।