ওসমানীনগরে লুনার গাড়ি ও প্রবাসীর বাড়িতে হামলার আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৯:৩৪ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ী ভাংচুর, সন্ত্রাসী হামলার মামলাসহ তিন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম (৪২) ও খাদিমপুরে প্রবাসীর বাড়ি ভাংচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কামাল হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে দাশপাড়া এলাকা থেকে কামরুল কে এবং কামালকে সিলেট বন্দর বাজার বিকেলে এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কামরুল ইসলাম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামের ইসবর উল্লার ছেলে ও
কামাল হোসেন কলারাই গ্রামের আরমান উল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার ২টার দিকে সিলেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালাবাজারে বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা বিএনপির সমাবেশের প্রচারপত্র বিলি করতে আসলে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা তার গাড়ী ভাংচুর করে। ২০২৪ সালে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট কোর্টে বিএনপি নেতা মন্নান বক্স বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন কামরুল। অন্যদিকে চলতি বছরের আগস্ট মাসে খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর বসত বাড়ি ভাংচুর করা হলে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কামাল হোসেন।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।