শিশু শ্রমিকদের জন্য পূর্ণ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৫:৪৮ অপরাহ্ন

শিশু শ্রম থেকে বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য পূর্ণ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলো। এ লক্ষ্যে UK Bangladesh Education Trust (UKBET) ও মালয়েশিয়ার Al Bukhari International University (AIU)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, UKBET-এর শিক্ষার্থীরা এসএসসি পাস করার পর AIU-তে Foundation Course-এ ভর্তি হতে পারবে এবং পরবর্তী সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
AIU বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন, খাবার ও মাসিক ভাতা বহন করবে।
AIU-এর Vice Chancellor & President প্রফেসর দাতো’ ইর. ড. মোহদ সালেহ জাফর এবং UKBET-এর Executive Director মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার লাংকাবিতে অনুষ্ঠিত Kedah International Zakat Conference 2025-এ।
এই অংশীদারিত্ব একসময় শিশু শ্রমে জড়িত শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল।