অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সনাতন ধর্মালম্বীদের সমর্থন চাই- তাহসিনা রুশদীর লুনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২:৩০ অপরাহ্ন

ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম. ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলেও ওসমানীনগর ও বিশ্বনাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় মন্দিরগুলো পাহাড়া দিয়েছেন। সিলেট-২ আসনে ইলিয়াছ আলী এমপি নির্বাচিত হওয়ার পর সীমাহীন উন্নয়ন করেছেন। তাঁর রেখে যাওয়া উন্নয়নের ধারে কাছের পরবর্তী কোন এমপি যেতে পারেন নি। ওসমানীনগর,বিশ্বনাথ, বালাগঞ্জের সনাতন ধর্মালম্বীদের জন্য কাজ করেছেন। আগামি নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে এম ইলিয়াছ আলীর রেখে যাওয়া কাজ করতে আমি আপনাদের সমর্থন ও আশির্বাদ চাই ।
তিনি শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে সিদ্ধেশ্বরি মন্দীরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পূজা পরিষদের সাবেক আহ্বায়ক সত্যেন্দ্র কুমার পাল কানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সেন, সহ-সভাপতি সুব্রত দেব, গোয়ালাবাজার বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক নেপুর গুন, উপজেলা যুবদল নেতা রজত দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাম্পাদক আতাউর রহমান মানিক, গোয়ালাবাজার ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক রকিব আলী, সনাতন ধর্মাবলম্বী নেতা মিহির দেবনাথ, বিধান চন্দ্র দের, কাঞ্চন কুমার দেব, সজল দেব, অংশু দেব, শাওন পাল, কাজল দাশ, নান্টু দেব, আশুতোষ দাশ ভানু, বাদল দেব, নিস্কু দেব, শাওন দেব, শুভ্র দেব, জনি দেব, সুরজিত পাল অমর,সন্দীপ ধর, সমর দেব, উত্তম দেব, তপন দেব, অজিত দেব,অঞ্জন দেবনাথ, বীজন দেব রাখাল, সুখীর দাশ, উত্তম দেবনাথ, দীপংক দেবনাথ, শুভ দেব নয়ন, শুভ্র কান্তি পাল, দীপক দেব, পরিমল দেব, জয়ন্তী-রানী দেবনাথ, নিতাই দেবনাথ, নয়ন সূত্রধর, সঞ্জিত ব্যানার্জী, উত্তম দেবনাথ, বিজু দেব প্রমুখ।