ওসমানীনগরে জালালিয়ার মিলাদুন্নবীর র্যালী অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮:৪০ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর-বালাগঞ্জের আয়োজনে মুবারক র্যালী অনুষ্ঠিত। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ র্যালী বের করা হয়। র্যালিটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষি করে তাজপুর আহমদিয়া দাখিল মাদরাসায় এসে সমাপ্ত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, হাজী ধন মিয়া, হাজী আজির উদ্দিন, এডভোকেট শাহিদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, মাওলানা কাজী আবুল কালাম আজাদ, মাওলানা হুমায়নুর রহমান লেখন, কারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, শামছুল হক, মাওলানা মিজানুর রহমান, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ জুমান আহমদ জামিল প্রমুখ।