গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে শিক্ষা প্রসারে ব্যবস্হা নেওয়া হবে- এমরান আহমদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১০:৩৬ অপরাহ্ন

গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, খেলাধূলা শুধু আনন্দ দেয়না, খারাপ কাজ থেকেও বিরত রাখে। এজনয় লেখাপড়া পাশাপাশি বেশী করে খেলাধূলো করতে হবে।
এমরান চৌধুরী বলেন, আমি খেলোয়াড়দের প্রতি অত্যান্ত আন্তরিক। বিগত দিনে খেলোয়াড়দের বিষয়ে ফ্যাসিস্ট সরকার কোন কাজ করেনি এটা দু:খজনক। তাদের জন্য নতুন কোন মাঠ তৈরী হয়নি। বিনাভোটে এমপি হওয়ার কারণে তারাও এলাকার জন্য কোন উন্নয়নমূলক কাজ করেনি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের মনোন্নয়ন বিকাশের পাশাপাশি নতুন নতুন খেলার মাঠ করার চেষ্টা করবো। এজন্য তিনি বিএনপিকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের বরায়া শিশু বিদ্যালয় (বশিবি) কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমল হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক: মারুফ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা সহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমানয় ব্যাক্তি।