শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আদালতের সরেজমিন পরিদর্শন, উভয়পক্ষের সম্মতিতে মীমাংসার উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮:১০ অপরাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে নালিশাভুক্ত ভূমি পরিদর্শনে উপস্থিত হন সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ। পরিদর্শনকালে তিনি উভয়পক্ষকে নিয়ে আলোচনা করেন এবং মামলার শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগ নেন। আদালতের এ প্রস্তাবে উভয়পক্ষই স্বতঃস্ফূর্তভাবে সম্মতি জ্ঞাপন করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে। এ সময় কমিশনার মোঃ রফিকুল ইসলাম-১ জবানবন্দি ও জেরা হলফান্তে প্রদান করেন এবং তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি আদালতে দাখিল করেন।
উক্ত মামলাটি গাজীনগর গ্রামের ওয়ারিছ গং ও তালুকগাঁও গ্রামের ময়না মিয়া গংদের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হয়।
সরেজমিনে উপস্থিত থেকে সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ উভয়পক্ষকে বিরোধ মিমাংসার জন্য পরামর্শ দিলে তাৎক্ষণিকভাবে তারা এতে সম্মতি প্রদান করেন।
স্থানীয়ভাবে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকে বলেছেন, আদালতের উদ্যোগে যদি এ ধরনের বিরোধের সমাধান হয় তবে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং মানুষ দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে।