লন্ডনে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে বাংলাদেশ হাইকমিশনের অভ্যর্থনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৭:৪৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।
সোমবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনে এই অনুষ্ঠান হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল গত ৫ই সেপ্টেম্বর ইংল্যান্ড সফর শুরু করে।
এই সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের সাথে পাঁচটি একদিনের ম্যাচ খেলার জন্য সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি দুটি ম্যাচ ১-১ ড্র হয়।
সোমবার রাতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড ছেড়ে যাবে।