স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনসহ ১৬ দফা দাবি শাবিপ্রবি ছাত্রী সংগঠনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮:৪৩ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনসহ ১৬ দফা দাবি উত্থাপন করেছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বরূপ সাংস্কৃতিক সংগঠন’। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির সভানেত্রী আমিনা আক্তার ও সাধারণ সম্পাদক জান্নাতুল সুমাইয়া মাফি স্বাক্ষরিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর হাতে তুলে দেন তারা। এসময় সংগঠনের কয়েকজন নেত্রী উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলো হলো- প্রতিটি বিল্ডিংয়ে মেয়েদের জন্য নামাজ রুম স্থাপন; প্রতিটি বিভাগে একটি করে কমনরুম ও পানির ফিল্টার স্থাপন; পর্দাশীল শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা রুমের ব্যবস্থা; নারী শিক্ষার্থীদের পরিবহনে দ্বিতীয়তল বাসের নিচতলার সিট বরাদ্দ ও আলাদা ৪টি বাস সংযোজন; যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে অভিযোগের দ্রুত তদন্ত ও নিষ্পত্তি; ক্যাম্পাসজুড়ে নিরাপত্তার জন্য পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ক্যামেরা স্থাপন; ক্যাম্পাসকে ফ্রি-স্মোকিং জোন ঘোষণা; হলের রিডিং রুমের ধারণক্ষমতা বৃদ্ধি, গণরুম বিলুপ্তি ও মানসম্মত খাবার নিশ্চিতকরণ; সাবহল (সামাদ ও আমীর কমপ্লেক্স) এর পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধান; পরীক্ষার এডমিট কার্ডে ছবি প্রকাশ বন্ধ করা ও ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চালু; পোশাকজনিত বৈষম্য রোধে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু; মাতৃত্বকালীন শিক্ষার্থীদের জন্য উপস্থিতি ও পরীক্ষায় বিশেষ সুবিধা প্রদান; প্রতিটি ভবনে ব্রেস্ট ফিডিং কর্ণার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা; মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং প্রতিটি ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন; লাইব্রেরির আধুনিকায়ন ও বই নিয়ে পড়ার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অনলাইন সেবা দ্রুত ও আধুনিক করা।
সংগঠনটির নেত্রীদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীরা আরও নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারবে। এতে তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটবে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও বাড়বে।