সিলেট নগরীতে পূজামন্ডপের সংখ্যা ৮০টি
বাংলাদেশ সকল ধর্মের মানুষের ঐক্যের অনন্য নজির : বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫:৪৪ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ সহস্রাব্দের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত। বিশ্বের উন্নত দেশগুলোতেও বর্ণবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দেখা যায়, কিন্তু আমাদের দেশে আমরা সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছি। এটি আমাদের গর্বের বিষয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরভবনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরীর পূজা উদযাপন কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও অনুদান বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট মহানগরীর ৮০টি পূজামন্ডপে ৩০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা এবং জৈনপুরস্থ শ্রীশৈল শক্তিপীঠে কুমারী পূজার জন্য ১ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়। তিনি আরো বলেন, ধর্মীয় উৎসব পালনে রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হলো নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা। সরকারের অংশ হিসেবে সিসিক এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আমরা চাই, শারদীয় দুর্গাপূজা শাস্ত্রানুযায়ী, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালিত হোক। কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সিসিক প্রশাসক আরও জানান, পূজার সময় আলোকসজ্জা, মন্ডপের বর্জ্য অপসারণ ও সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নগরীজুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। সার্বক্ষণিক সিসিকের কন্ট্রোল রুম ও হটলাইন নম্বর চালু থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের একমাত্র পরিচয়- আমরা বাংলাদেশের নাগরিক। ধর্ম, বর্ণ বা জাতি আমাদের পরের পরিচয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিসিকের সচিব মো. আশিক নূর। এসময় উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষসহ সিলেট মহানগরীর বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগরীর শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও সভায় মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি