৫টি টি-টুয়েন্টি এবং একটি একদিনের ম্যাচে অংশগ্রহণ করবে
রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা শ্রীলংকা যাচ্ছে ২০ সেপ্টেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শ্রীলংকায় খ্যাতনামা গ্রেট ক্রিকেট স্টেপস একাডেমির আমন্ত্রণে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি শ্রীলংকা যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির ১৪ জন সদস্য শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তারা এই সফরে শ্রীলংকা গ্রেট ক্রিকেট স্টেপস একাডেমির সাথে ৫টি টি-টুয়েন্টি ম্যাচ এবং একটি একদিনের ম্যাচে অংশগ্রহণ করবেন।
গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার আলমপুরস্থ একটি অভিজাত রেস্টুরেণ্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা, চিকিৎসাসহ মানবসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী।
প্রেস ব্রিফিংয়ে উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেন, আমার সব সম্পদ মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছি। সিলেটসহ দেশের নানা প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছি, যাতে মানুষ এর সুফল ভোগ করতে পারে। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু হয়েছিল রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির। এই একাডেমির খেলোয়াড়রা আজ দেশের গন্ডি পেরিয়ে শ্রীলংকায় ক্রিকেট খেলতে যাচ্ছে। নি:সন্দেহে এটি গৌরবের বিষয়, আনন্দের বিষয়। এই অর্জন শুধু রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমির একার নয়। এটি সারা দেশবাসীর অর্জন বলে উল্লেখ করেন তিনি।
মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, এই সফর তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতায় অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে। তরুণ ক্রিকেটারদের এই টিম বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন, খেলাধুলা শরীরকে ভালো রাখে এবং মনকে উৎফুল্ল রাখে। খেলাধুলার মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজের কল্যাণ করা সম্ভব। এমন ধরনের যোগ্য খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যেই রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছি। এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান।
প্রেস ব্রিফিংয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মানবসম্পদ উন্নয়নের যে স্বপ্ন নিয়ে দানবীর ড. রাগীব আলী এই স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন সেটি সফল হয়েছে। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা দেশ ছাড়িয়ে শ্রীলংকার মাঠে সফলতার স্বাক্ষর রাখতে যাচ্ছে। তেমনি, তাঁর প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম বয়ে আনছে বলেও উল্লেখ করেন তিনি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা জসীম আল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান বলেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে খেলতে আসে। এই একাডেমির ক্রিকেটারা শ্রীলংকায় পুরো দেশকে তুলে ধরবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে অভিনেতা শাহেদ মোশাররফ বলেন, দানবীর ড. রাগীব আলী একটি নাম, একটি প্রতিষ্ঠান। সমাজের সকল ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই খ্যাতিমান মানুষ তৈরি হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে শ্রীলংকায় রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির অধিনায়ক আবু সুফিয়ান বলেন, বিদেশের মাটিতে তারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ক্রীড়া নৈপুন্য প্রদর্শনে অঙ্গীকারাবদ্ধ। খেলোয়াড়দের
প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি দানবীর ড. রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির কোচ প্লাবন খান।