সাধারণ শিক্ষার্থীদের চাওয়া শাকসু হোক দলীয় প্রভাবমুক্ত, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১০:২৪ অপরাহ্ন

মাঈন উদ্দিন, শাবিপ্রবি : দীর্ঘ প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশা। শিক্ষার্থীরা বলছেন, শাকসু হবে গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর মঞ্চ। যেখানে তারা তাদের অধিকার নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারবেন, পারবেন গণতান্ত্রিকভাবে নিজের মত প্রকাশ করতে।
শাকসু নির্বাচন নিয়ে সিলেটের ডাক -এর এই প্রতিবেদকের কাছে শাবিপ্রবি শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেন। এসময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, “আমি চাই শাকসু হোক শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষার জায়গা। এখানে সব মত ও দলের শিক্ষার্থীরা সমানভাবে কথা বলবে, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। শুধু নির্বাচন নয়, সারা বছর ধরে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, একাডেমিক উন্নয়ন, নিরাপত্তা ও ক্যাম্পাসের কল্যাণে কাজ করাই হোক শাকসুর মূল উদ্দেশ্য।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কফিল আহমেদ বলেন, “শাকসু হবে আমাদের অধিকার আদায়ের প্রাণকেন্দ্র ও ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনার মাধ্যম। আমরা চাই কার্যকর, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব শাকসু। এটি যেন শিক্ষা, আবাসন, লাইব্রেরি, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। পাশাপাশি স্বচ্ছ নির্বাচন ও নিয়মিত জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফারজানা রিমি বলেন, “ভর্তির পর থেকেই শাকসু নিয়ে নানা লেখালেখি দেখতাম। এবার আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছি। আমরা চাই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হোক, যারা আবাসন, খাবার, পরিবহনসহ শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধান করতে সক্ষম হবে। শাকসু যেন সত্যিকারের শিক্ষার্থীমুখী পরিষদ হিসেবে গড়ে ওঠে।”
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইব্রাহিম বিন ইসলাম বলেন, “শাকসুতে নির্বাচিত হোক তারা, যারা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা বোঝে এবং সমাধানে কাজ করে। নির্বাচনের আগে যেমনভাবে শিক্ষার্থীরা প্রার্থীদের কাছে যেতে পারে, নির্বাচনের পরেও যেন একইভাবে তাদের নাগালে থাকে। যারা সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তারাই শাকসুতে আসুক।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুজ্জামান খান আতিফ বলেন, “শাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। এ নির্বাচন অবশ্যই স্বচ্ছ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত হওয়া জরুরি। নির্বাচিত নেতৃত্বকে মেধাবী, দায়িত্বশীল এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ ও ছাত্র অধিকার সংকট মোকাবিলায় শাকসু কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”
এছাড়া বিশ্ববিদ্যালয় আরো ১০ জনের অধিক সাধারণ শিক্ষার্থীদের কাছে কেমন শাকসু চান তারা জানতে চাইলে তাদের সবার একটি জায়গায় অভিন্ন প্রত্যাশা। তারা চায় শাকসু হোক দলীয় প্রভাবমুক্ত, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার শক্তিশালী মঞ্চ।