শাবিতে ২ দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের শেষদিনে নারী শিক্ষার্থীদের ব্যাপক সাড়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৩:৫০ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট-এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো চলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। দুই দিনব্যাপী এই আয়োজনে ২য় দিন নারী শিক্ষার্থীদের সেবা প্রদান করা হয়। আয়োজিত এ স্বাস্থ্যসেবায় ২য় দিনে ব্যাপক সাড়া মিলেছে নারী শিক্ষার্থীদের।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে ৫০০-এর অধিক নারী শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।
ক্যাম্পে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ইবনে সিনা মেডিকেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন, ডেন্টাল সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন। নারী চিকিৎসক থাকায় শিক্ষার্থীরা নির্দ্বিধায় নিজেদের সমস্যা তুলে ধরতে পারছেন এবং বিশেষজ্ঞরা সেসব অনুযায়ী সেবা দিচ্ছেন।
সেবা নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে তারা আনন্দিত। তারা বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকরা সিলেটের প্রধান হাসপাতাল থেকে এসেছেন। ফ্রি চিকিৎসার এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা স্টুডেন্ট এইড সাস্টকে ধন্যবাদ জানাই।”
জিইই বিভাগের শিক্ষার্থী ফাতেমা বলেন, “আমাদের অনেকেরই শহরে গিয়ে ডাক্তার দেখানোর আর্থিক সামর্থ্য থাকে না। ক্যাম্পাসে এমন আয়োজন সত্যিই আনন্দের। চাই মাঝেমধ্যেই যেন এরকম উদ্যোগ নেওয়া হয়।”
মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুন নাহার খানম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেবা দিতে পেরে আমাদেরও অনেক ভালো লাগতেছে। শিক্ষার্থীরা শুধু পড়াশোনার চাপেই নয়, বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভোগে। এখানে এসে তাদের সঙ্গে কথা বলে সে অনুযায়ী পরামর্শ দিতে পারছি।”
স্টুডেন্ট এইড সাস্ট’র আহ্বায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী আয়োজন করে আসছি। এর অংশ হিসেবেই দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। গতকাল পুরুষ শিক্ষার্থীদের এবং আজ নারী শিক্ষার্থীদের সেবা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে দেখে ভালো লাগছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রাখব।”
নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনগুলো কাজ করবে এবং প্রশংসিত হবে এটাই প্রত্যাশা। এরকম উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।”