বান্দার হক আদায় না করলে দুনিয়ায় শান্তি ও আখারাতে মুক্তি অসম্ভব- মোহাম্মদ সেলিম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৬:২৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক আদায় না করলে দুনিয়ায় শান্তি ও আখারাতে মুক্তি সম্ভব নয়।একজন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মীর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত মানবসেবার মাধ্যমে আল্লাহকে খুশি করা। মানুষের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখা।জামায়াতে ইসলামী এদেশের মানুষের জীবন মানোন্নয়নের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে যদি জনগণ জামায়াতে ইসলামীর হাতে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করে, ইনশাআল্লাহ দারিদ্র মুক্ত,ক্ষুধামুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে।
তিনি আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ,গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম প্রবীণ সমাজসেবী আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সিলেট জেলা জামায়েত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিনে রায়হান।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারী কাজী শাহিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ,বিশিষ্ট ব্যবসায়ি রাসেল আহমদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ নর-নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন ।