ধলাই সেতুর নিকটে বালু তোলায় দুইজনকে ১ বছরের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৮:৪৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম ধলাই সেতুর নিকটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ধলাই সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সাজাপ্রাপ্তরা হলেন– উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র শফিক আহমেদ (৪০) ও বাবুল মিয়ার পুত্র মোহাম্মদ কুদ্দুস (৩০)।
জানা গেছে, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও প্রতিদিন গভীর রাতে ধলাই সেতুর নিকটে বালু তুলছিলেন স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী৷ স্থানীয় সচেতন মহল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনেন। পরে শুক্রবার দিবাগত গভীর রাতে সেখানে অভিযান দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। এসময় নিজের জমি দাবি করে বালু বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে এক বছর করে জেল দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।