অক্সফোর্ডে উচ্চ শিক্ষা নিতে ঢাবির মেধাবী শিক্ষার্থী নাফিজ চৌধুরী লন্ডনে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে উচ্চ শিক্ষা নিতে লন্ডন গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. নাফিজ রহমান চৌধুরী (ঐশ্বর্য)। গত শুক্রবার তিনি নিরাপদে লন্ডন পৌঁছেছেন।তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে Global Health Science and Epidemiology তে মাস্টার্স সম্পন্ন করবেন। ইতোমধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী বিভাগ থেকে স্নাতক সম্মান (First Class,CGPA 3.96 out of 4) সম্পন্ন করেছেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ গ্রামের ঐতিহ্যবাহী, আলোকিত পরিবারের সন্তান। তার পিতা সরকারের (গ্রেড-১ কর্মকর্তা) সচিব জিল্লুর রহমান চৌধুরী এবং মাতা পারমিতা জামান চৌধুরী।
নাফিজ চৌধুরীর পিতা জিল্লুর রহমান চৌধুরীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করে মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে
যোগ দেন। তিনি প্রশাসনে একজন সৎ,সাহসী,দক্ষ এবং ক্লিন ইমেজের কর্মকর্তা হিসেবে সর্ব মহলে পরিচিত।
মূলত নাফিজ চৌধুরীর শিক্ষা জীবন শুরু হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। এরপর ঢাকার নটরডেম কলেজে পড়াশোনা করেন এবং শিক্ষাজীবনে প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রাখেন। উচ্চ শিক্ষা গ্রহণ করতে নাফিজ চৌধুরী সকলের দোয়া কামনা করেন।
এদিকে, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী তার মামাতো ভাই নাফিজ চৌধুরীর উচ্চ শিক্ষা গ্রহণে সকলের নিকট দোয়া কামনা করেছেন।