কিডনি ফাউন্ডেশনের দ্বিতীয় ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৬:১১ অপরাহ্ন

সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে দ্বিতীয় ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এটি দান করেছেন কিডনি ফাউন্ডেশনের অন্যতম দাতা শিল্পপতি হাফিজ আহমদ মজুমদার। এই ডায়ালেসিস সেন্টারটি উদ্বোধন করতে এসেছিলেন তার সূযোগ্য কন্যা শিল্পপতি ও ব্যাংকার রানা লায়লা হাফিজ ও পরিবারের সদস্যরা।
এসময় আরও উপস্থিত ছিলেন কিডনি হাসপাতালের সিইও কর্নেল অব এম সালাম বীরপ্রতীক, ট্রেজারার জুবের আহমদ চৌধুরি ও ডিরেক্টর ডা: মুশফিক আহমদক।
বৃক্ষপ্রেমি সংগঠন অমরবাতির সহযোগিতায় আজ কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সম্মুখে সড়ক বিভাজনে বৃক্ষ রোপন অনুষ্ঠানেও শিক্ষানুরাগি হাফিজ মজুমদারের কন্যা রানা লায়লা হাফিজ প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
উল্লেখ্য যে, শিল্পপতি হাফিজ আহমদ মজুমদারের হাতে ছোয়ায় বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষাঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন সুচিত হয়েছে। বেসরকারি উদ্যেগে যে শিক্ষার উন্নয়ন করা যায় তিনি এর এক মডেল সৃষ্ঠি করেছেন। বাংলাদেশে শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি হাজার হাজার লোকের কর্মসংস্থানও করেছেন।
আজকের কিডনি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকতে পারলেও তিনি তার কন্যার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।