বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ পুলিশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৩:১২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে সিলেট জেলা পুলিশ। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এএই অনুরোধ জানান। এসময় এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর বেলা আনুমানিক দেড়টায় সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ১১নং লাউতা ইউপির অন্তর্গত লাউতা কালীবাড়ী বাজারস্থ “বাবু টেইলার্স’’ নামক দোকানের ভিতরে একজন শিশু ধর্ষণের ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিয়ানীবাজার থানার মামলা নং-০৯, তারিখ-১৯/০৯/২০২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) রুজু করা হয়। থানায় মামলা রুজু হওয়ার পর ভিকটিমের জবানবন্দি বিজ্ঞ আদালতে লিপিবদ্ধ করানো হয়েছে। আসামিকে গ্রেফতার করার লক্ষ্যে বিয়ানীবাজার থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।
সেখানে আরও বলা হয়, কিন্তু উক্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। জনসাধারণকে এসব প্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।