কোম্পানীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রিফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নয়াগাঙেরপাড় গ্রামের একটি ডোবায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রিফাত একই উপজেলার পাড়ুয়া লামাপাড়ার আসাদুজ্জামান বতুল্লাহর পুত্র। সে তার মায়ের সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল। রিফাত নয়াগাঙেরপাড় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
জানা গেছে, রবিবার দুপুরে রিফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে নানাবাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে যায়। সবার অগোচরে সে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাতের বাবা আসাদুজ্জামান বতুল্লাহ বলেন, ওই ডোবাতে একসঙ্গে অনেকেই গোসল করছিল। এর মধ্যে রিফাত কখন ডুবে গেছে কেউই বুঝতে পারেনি। ডোবা থেকে ওঠার সময় অন্য শিশুরা রিফাতকে খুঁজে না পেলে ডুবে যাওয়ার বিষয়টি জানাজানি হয়। দীর্ঘসময় পর তার মরদেহ ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার কর্মকার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।