বিয়ানীবাজারে দিনব্যাপী সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও বুনিয়াদি প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭:০৯ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিয়ানীবাজার প্রেসক্লাব। আজ রোববার দিনব্যাপী পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্টতা ও বুনিয়াদি প্রশিক্ষণ শীর্ষক কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা এ কর্মশালায় অংশ নেন।
আয়োজিত কর্মশালায় সার্বিক সহযোগিতা করেছে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো সংগ্রাম সিংহ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী এবং এখন টিভির সিনিয়র রিপোর্টার ও সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ। সময়ের আবর্তে গণমাধ্যমের বিবর্তন, আইনী নানা প্রতিবন্ধকতা মোকাবেলায় সাংবাদিকদের করণীয় এবং বেসিক সাংবাদিকতার গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, রাজনীতিবিদ এএডভোকেট জাহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, এখন টিভির সিলেট ব্যুরো গোলজার আহমেদ।
এসময় বক্তারা সাংবাদিকরা সমাজের দর্পন এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ব জানিয়ে বলেন, এদেশের মানুষের চোখ, কান হচ্ছে গণমাধ্যম। সেকারণে সংবাদ প্রকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে প্রাধান্য দিতে এ ধরনের কর্মশালা আয়োজন খুবই জরুরি।
এসময় মফস্বল এলাকায় এ ধরনের আয়োজন করায় বিয়ানীবাজার প্রেসক্লাবকে ধন্যবাদ জানান অতিথিরা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানা সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।