গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তদের হানা, বসতঘর ভাংচুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৯:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে একই গ্রামের মৃত নূরউদ্দিনের পুত্র কেফাত উল্লাহকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত সমর আলীর পুত্র সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার সিনিয়র অফিসার ইসলাম উদ্দিন’র বাড়ীতে দুর্বৃত কেফায়েতের নেতৃত্বে একদল লোক এসে পাথর ও ইট দিয়ে শতাধিক ঢিল ছোড়ে বসত ঘরের উপর। এতে বসত ঘরের দরজা জানালাসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। দুবৃত্তরা অকাথ্য ভাষায় গালি গালাজ করে এবং যাওয়ার সময় বাড়ির চতুর্পাশের বেড়া ভেঙ্গে চলে যায়।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে এসআই রুবেল দাশ জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।