ভাইস প্রিন্সিপালকে অব্যাহতিসহ শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছে স্কলার্সহোম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৪:৪৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের স্কলার্সহোমের ছাত্র আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আন্দোলনের ফলে ভাইস প্রিন্সিপালকে অব্যাহতি সহ শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী। এর আগে শিক্ষার্থীরা এক ব্রিফে কলেজ কর্তৃপক্ষ তাদের দাবী ও সংস্কার প্রস্তাবনা মেনে নেওয়ার কথা জানান। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরী ও বাকি দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে রোববার কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগসহ ৫ দফা দাবি তুলেন শিক্ষার্থীরা। একইসাথে তারা ৬টি প্রস্তাবনাও দেন তারা। এই দাবি মেনে নেওয়ার জন্য স্কলার্সহোম কর্তৃপক্ষকে সোমবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সোমবার সকালেও শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হোন। এদিন সকালেই শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেওয়ার ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফেরার ঘোষণাও দিয়েছে।
আরও পড়ুন : স্কলার্সহোমে ভাইস প্রিন্সিপালের পদত্যাগসহ ৫ দাবী
প্রেস ব্রিফিংয়ে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন, রোববার আমাদের শিক্ষার্থীরা যে ৫ টি দাবী ও ৬ টি সংস্কার প্রস্তাবিত করেছিলেন, সেই প্রেক্ষিতে ওইদিন দুপুরে ট্রাস্টের একটি জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীদের সকল দাবী ও সংস্কার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে শিক্ষার্থীদের ৫ টি দাবী ও ৬ টি সংস্কার প্রস্তাবনা মেনে নেওয়া হয়েছে। এব্যাপারে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি কার্যকরী ব্যবস্থা চলমান আছে। শিক্ষার্থীদের দাবীগুলো আমরা মেনে নিয়েছি। অভিযুক্ত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে, অন্যান্য প্রস্তাব যেগুলো আছে, সেগুলোও মেনে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ‘শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে’ আজ স্কলার্সহোম বন্ধ ঘোষণা