শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪২:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সাম্য ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা যুবদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, আব্দুল কাদির জিলানী, ফরিদ আহমেদ, জেলা যুবদলের সদস্য তুরন খান, শহিদুল ইসলাম মুন্সি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালিক আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সহ-সভাপতি শিব্বির আহমদ এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া বলেন, “মানবিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূল যুব সমাজকে সঙ্গে নিয়ে সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি। ৩১ দফা কর্মসূচির কার্যক্রম ও সাফল্য কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থীসহ সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে উপজেলার আটটি ইউনিয়নে ২৪টি গ্রামসভা আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে প্রধান মিটিং অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন ও আনন্দ ভাগাভাগিসহ সার্বিক সহযোগিতার জন্য উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরকে আহ্ববায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷