সিলেটে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩:৩৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, সোমবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার এবং বিছনাকান্দি এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা, মোটরসাইকেল যন্ত্রাংশ আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা থান কাপড়, এবং মেডিসিন আটক করে। পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।