সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ১৭ মামলা ও ৮৭ যানবাহন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৯:৩০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটে ব্যাটারিচালিত রিকশা, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে ১৭ টি মামলা ও ৮৭ টি যানবাহন আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে চলে দিনব্যাপী এই অভিযান।
অভিযানে ৮৭ টি গাড়ি আটক করা হয়। যার মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ৬৫টি, সিএনজি ৫টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ১৪ টি, ট্রাক ১টি ও পিকআপ ১টি।
আর কাগজপত্র না থাকায় ১৭ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ২ টি সিএনজি, ১১ টি মোটরসাইকেল, ২ টি কার, ১ টি পিকআপ ও ১ টি ট্রাক রয়েছে।
সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে সোমবার সকাল থেকে নগরের মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়। অভিযানের কারণে সোমবার সড়কে যানবাহন ছিলো অনেকটা কম। ফলে চিরচেনা যানজটও ছিলো না।
সকালে সিলেট মহানগর পুৃলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীও বিভিন্ন পয়েন্ট ঘুরে অভিযান তদারকি করেন। এসময় গণমাধ্যেমের সাথে আলাপকালে তিনি বলেন, অবৈধ যানবাহনগুলো নগর থেকে সরিয়ে নিতে আমরা সময় দিয়েছিলাম। কালকে নগরীতে মাইকিংও করিয়েছি। আজকে সকাল থেকে অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। সিলেট নগরে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।