কেএফএস হাসপাতালে এক অনন্য তরুণ অতিথির আগমন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭:৪০ অপরাহ্ন

ছামিয়া খান মিথিলা : আজ সোমবার কেএফএস হাসপাতালে পদার্পণ করলেন এক বিশেষ তরুণ অতিথি যার নাম জায়ান সামিত। তিনি আমাদের প্রথম প্রচারণামূলক ভিডিও ঘোষণায় সর্বকনিষ্ঠ বক্তা হিসেবে যুক্ত হয়েছেন, মাত্র ১৬ বছর বয়সেই। কিশোর কণ্ঠে তিনি প্রকাশ করেছেন কেএফএস-এর প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং আজীবন অঙ্গীকারের প্রতিশ্রুতি।
বর্তমানে তিনি লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং শিগগিরই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। তাঁর চোখে স্বপ্নের দীপ্তি, তাঁর কথায় প্রতিশ্রুতির দৃঢ়তা। কেএফএস-এর আগামী দিনের পথচলায় তাঁর মতো প্রতিশ্রুতিশীল তরুণরাই আমাদের অমূল্য সম্পদ।
তাঁর বক্তব্যের কিছু অংশ ছিল এরকম:
” আমি কেএফএস-কে শুধু একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি না, এটি আমার পরিবারের মতো। ছোটবেলা থেকেই কেএফএস আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আজীবন কেএফএস-এর পাশে থাকব।”
জায়ান সামিত তাঁর বক্তব্যে কেএফএস হাসপাতালের সার্বিক উন্নতির জন্য কিছু প্রস্তাবও দিয়েছেন, তিনি তরুণ প্রজন্মকে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, “হাসপাতালের সেবা মান উন্নত করতে হলে তরুণ স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেএফএসকে সময়োপযোগী ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”
জায়ান সামিত অনুপ্রেরণা পান তাঁর দাদা মুক্তিযুদ্ধের সাহসী সন্তান এবং কেএফএস-এর প্রধান স্তম্ভ কর্নেল সালাম বীরপ্রতীক-এর জীবনাদর্শ থেকে। কর্নেলের সংগ্রামী চেতনা ও দেশপ্রেমের আলো তাঁকে পথ দেখায়, আর সেই আলোকেই তিনি কেএফএস-এর সেবামূলক যাত্রায় আজীবন যুক্ত থাকার অঙ্গীকার করেছেন।
আমরা বিশ্বাস করি, তাঁর মতো তরুণদের হাত ধরে কেএফএস আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আজকের এই সফর কেবল একটি সাক্ষাৎ নয়, বরং নতুন প্রজন্মের অঙ্গীকার ও স্বপ্নের এক সুন্দর ঘোষণা।