শ্রীমঙ্গলে নবদুর্গা পূজা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫:৩৫ অপরাহ্ন

আবুল ফজল মো: আবদুল হাই, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলচী মন্দিরে শুরু হয়েছে নবদুর্গা পূজা। স্থানীয়দের নিকট যা আগাম দুর্গা পূজা নামেও পরিচিত।
সোমবার সকালে শৈলপুত্রী রূপে পূজা করা হয় দেবী দুর্গাকে। এ পূজা দেখতে সকাল থেকেই মন্দিরে আসেন দর্শনার্থীরা। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভক্তদের আগমন। মুখরিত হয়ে উঠে পুজা ম-প। একটু পর পর বেজে উঠছে ডাকের শব্দ। বাতাসে ভাসছে ধুপের গন্ধ। ভক্তরা নিজের, পরিবারের, দেশ ও জাতির মঙ্গল কামনায় অঞ্জলি দেন দেবীর চরণে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা।
একে একে ব্রহ্মচারিণী, চন্দঘন্টা, কুম্মান্ডা, স্কন্দমাতা, কাত্যাযনী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এই নয়টি নামে নয়দিন দেবীর পুজা করা হবে এখানে।
ম-পের প্রধান পুরোহিত দিপংকর ভট্টাচার্য জানান, জগতের অশুভ শক্তি দূর করে শুভ ও সুন্দরকে প্রতিষ্ঠা করার লক্ষে প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাজন ভট্টাচার্য জানান, প্রায় পাঁচ শত বছর আগে এখানে দেবী দুর্গার মঙ্গলচ-ী রূপে পূজা হতো। সেই ধারাবাহিকতায় পনেরো বছর আগে তারা নবদুর্গা পূজার বিশেষ আয়োজন শুরু করেন।
আয়োজক কমিটির সভাপতি পরিমল ভৌমিক বলেন, এটি তাদের পঞ্চদশ আয়োজন। দশমী তিথি পর্যন্ত টানা দশ দিন দেবীর নয়টি রূপে পূজা করা হবে। বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।