শান্তিগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজি নেত্রকোনায় উদ্ধার, গ্রেফতার- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭:৪৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে পুলিশের পৃথক অভিযানে চুরি হওয়া সিএনজি উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) ও নেত্রকোনার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তাখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে রাখা সিএনজির তালা ভেঙে নিয়ে যায় চোরচক্র। পরে অনেক খোঁজাখুজি করে চুরি হওয়া অটোরিক্সার সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় ঐদিন বিকালে একটি সাধারণ ডায়রী করেন গাড়ির মালিক আসাদ মিয়া।
সাধারণ ডায়েরীর সূত্র ধরে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদের দিক নির্দেশনায় এস আই নোভেল সরকারের নেতৃত্বে অভিযানে নামে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনাকালে প্রথমে চুরির সাথে সম্পৃক্ত সিএনজি চোরচক্রের সদস্য শান্তিগঞ্জের জীবদারা গ্রামের খালেদ মিয়াকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে আসাদ আলীর চুরি হওয়া সিএনজি উদ্ধার ও চোরচক্রের আরেক সদস্য বাইশদার ছালিপুরা গ্রামের ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশ।
আটককৃতদের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে আজ (মঙ্গলবার) শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন অটোরিকশার মালিক আসাদ আলী।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির ঘটনায় জড়িত অন্য আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।