অ্যাডভোকেট শিশির মনিরের প্রচেষ্টায় অবশেষে শাসখাই বাজারে বিদ্যুতের আলো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৯:৪০:২৯ অপরাহ্ন

ডাক ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের টাকায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের কারণে ৩ বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সুনামগঞ্জের শাল্লা উপজেলার পাঁচ গ্রামের ৪ শতাধিক পরিবার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩১ কোটি টাকার ওই প্রকল্পের অনিয়ম ও মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম সংবাদ করে। জনসাধারণের দুর্ভোগের এই চিত্র অ্যাডভোকেট শিশির মনিরের নজরে আসলে তিনি এগিয়ে আসেন। বিদ্যুৎবিহীন গ্রামগুলোর পাশে দাঁড়ান। গ্রামের পাশে পল্লী বিদ্যুৎ থাকলেও পিডিবির বিল বকেয়া থাকায় এবং নিয়মের বেড়াজালে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন তারা। পিডিবির বকেয়া থাকা ৮ লাখ টাকা বিল পরিশোধ করে বিদ্যুতের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন শিশির মনির। তারই প্রচেষ্টায় অবশেষে শাসখাই বাজারে জলেছে বিদ্যুতের আলো
গতকাল শুক্রবার বিকেলে আলো জ্বালিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিলন কুমার কুন্ড আনুষ্ঠানিকভাবে শাসখাই বাজারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
দীর্ঘদিন পর বিদ্যুতের আলো পেয়ে স্থানীয় লোকজন উচ্ছসিত। তাদের আশা,অ্যাডভোকেট শিশির মনির স্বল্প সময়ের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার মিলন কুমার মন্ডল বলেন,পাঁচ গ্রামের মানুষ ছিলেন পিডিবির গ্রাহক। পিডিবির সমস্যা হওয়ায় তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে আমাদের পল্লী বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন হওয়ার কারণে নতুন সংযোগ দেয়া যাচ্ছিল। তাছাড়া বিল বাকি থাকায় পিডিবিও ছাড়পত্র দিচ্ছিল না। তাই অ্যাডভোকেট শিশির মনির সবার বিল দিয়ে সহযোগিতা করায় আমরা কাজ শুরু করতে পেরেছি।
বক্তব্যকালে মোহাম্মদ শিশির মনির বলেন, ঘরে বিদ্যুৎ না থাকলে বাচ্চারা লেখাপড়া করবে কিভাবে,বড়রা কাজ করবেন কিভাবে। এই সময়ে এসে বিদ্যুৎ নিয়ে কথা বলতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক। রাজনীতি মানে এং কারেঙ্গা,তেরেঙ্গা, কারেঙ্গা বক্তব্য দেয়া না। রাজনীতি মানুষের জন্য। মানুষের উপকারে যদি রাজনীতি না আসে তাহলে এই রাজনীতির দরকার নাই। আমি যখন জেনেছি পাঁচ গ্রামের বিদ্যুৎ সমস্যা আমি তখন থেকে এটা নিয়ে কাজ করেছি। নানাভাবে যোগাযোগ করার পর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আজ বাজারের সবার ঘরে আলো জ্বালালো। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে আমার সব সময় কথা হচ্ছে। খুব স্বল্প সময়ের মধ্যে গ্রামের সকলের ঘরে পৌঁছে যাবে বিদ্যুৎ।
সাবেক ইউপি সদস্য মন্টু চন্দ্র দাসের সভাপতিত্বে ও সুব্রত কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার দাস, শাসখাই বাজার পরিচালনা কমিটির সভাপতি তপু চন্দ্র দাস, স্থানীয় ইউপি সদস্য অসিত চন্দ্র দাস, ইউপি সদস্য দীজেন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।