বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন সুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:২৪:০০ অপরাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No.10 Of 1973) এর (৪) (১) ( ডি) ও (৪) (৫ ) ধারার বিধান অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে।
একই পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে অভিনন্দন জ্ঞাপন করে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ।
অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক তাঁর Education and resesrch position:-
★Post-doctoral Fellow, Bilkent University, Turkey
★Post-doctoral Fellow, Pusan National University, South Korea
★Post-doctoral Fellow, Saga University, Japan
★Ph.D., Saga University, Japan
★Master of Engineering, Saga University, Japan
★Master of Philosophy, BUET
★Master of Science, Shahjalal University of Science and Technology
★Bachelor of Science, Shahjalal University of Science and Technology
উল্লেখ্য যে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এছাড়াও কর্মজীবনে তিনি যেসকল দায়িত্ব পালন করেছেন
★ Dean, Faculty of Engineering and Technology, Sunamgonj Science and Technology University
★ Director, Students Welfare, Sunamgonj Science and Technology University
★Former Director, Institutional Quality Assurance Cells, Shahjalal University of Science and Technology
★ Former Visiting Professor, California University-Davis, USA
★Former Visiting Professor, Coppin State University, Maryland, USA
★Professor (Grade 1) (on deputation), Department of Chemistry, Shahjalal University of Science and Technology
এদিকে খণ্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে হাওড় অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো.নিজাম উদ্দিন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়া এই অর্জন শুধু আমার একার নয় ,এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীর অর্জন বলেই আমি মনে করি। তিনি আরো বলেন, আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।
তিনি মনে করেন তাঁর এই সম্মানজনক পদায়ন বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মানোন্নয়ন এ এবং আন্তর্জাতিক এক্রিডেশন পেতে বিমক এর মাধ্যমে জোরালো ভুমিকা রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় সুবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তারা আশা প্রকাশ প্রকাশ করেছেন, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।