শ্রীলংকায় সিরিজ জয় শেষে দেশে ফিরে সংবর্ধিত খেলোয়াড়রা
‘একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাড়া জাগাবে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৩:১৬:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয় লাভ করায় সংবর্ধিত হলেন একাডেমির খেলোয়াড়রা। খেলোয়াড়দের উৎসাহ দিতে বিজয়ী প্রত্যেক খেলোয়াড়কে ১০ হাজার করে টাকা প্রদানের ঘোষণা দিলেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা, চিকিৎসাসহ মানবসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী। তিনি বলেন, এই বিজয় গৌরবের, এই বিজয় আনন্দের। শ্রীলংকায় সিরিজ জয়ে কেবল একাডেমির সুনাম নয়, পুরো বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে আমাদের দামাল ছেলেরা। দানবীর ড. রাগীব আলী বলেন, এই যাত্রা আর থামবে না। একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাড়া জাগাবে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা। এই বিজয়ে আমি গর্বিত ও আনন্দিত।
গতকাল রোববার সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির লেকচার গ্যালারিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী একথা বলেন।
গত ২০ সেপ্টেম্বর রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির ১৪ জন সদস্য শ্রীলংকার খ্যাতনামা একটি স্পোর্টস একাডেমির আমন্ত্রণে সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যান। সেখানে তারা সনাৎ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন এর টিমের সাথে দুটি ম্যাচ খেলে একটিতে ৯ উইকেটে জয়লাভ করে এবং একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের অপর ম্যাচটি কিংস স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৪১ রানে জয় লাভ করে সিরিজ নিশ্চিত করে। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের এমন সাফল্যের জন্য উৎসাহ দিতে গতকাল রোববার রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: কবির আহমেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিকেএসপি সিলেটের ডেপুটি ডিরেক্টর শাহীনুল হক। অনুভূতি ব্যক্ত করেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক মো: মাহবুবুর রহমান, একাডেমির কোচ প্লাবন খান ও ম্যানেজার মো: কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা জসীম আল ফাহিম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশরাফ উরফে আশক আলী।
অন্যদিকে, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির বিদেশের মাটিতে সিরিজ জয় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা, চিকিৎসাসহ মানবসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী। তিনি এসময় বলেন, আমার আর আগের বয়স নেই নতুন করে আরো কিছু সৃষ্টি বা প্রতিষ্ঠার। মানুষের কল্যাণে আসে এমন সব প্রতিষ্ঠান করেছি, যা আমার মৃত্যুর পরও যেন সচল থাকে তার ব্যবস্থা করে রেখেছি। তিনি বলেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিও আমার একটি স্বপ্নের প্রতিষ্ঠান। আমি বিশ^াস করি এই একাডেমির সাফল্য ও সুনাম একদিন সর্বত্র ছড়িয়ে পড়বে।
তিনি বলেন, এই একাডেমির খেলোয়াড়রা দেশের গন্ডি পেরিয়ে শ্রীলংকায় ক্রিকেট খেলতে গিয়ে যে সাফল্য বয়ে আনলো তা নি:সন্দেহে এটি গৌরবের এবং আনন্দের। এই অর্জন দেশবাসীর।
মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, যোগ্য খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যেই রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা। জীবদ্দশায় সুযোগ পেলে এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মানবসম্পদ উন্নয়নের যে স্বপ্ন নিয়ে দানবীর ড. রাগীব আলী এই স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি দিন দিন এগিয়ে যাচ্ছে। সাফল্য ধরা দিচ্ছে। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা দেশ ছাড়িয়ে শ্রীলংকার মাঠে সফলতার স্বাক্ষর রেখেছে। এটা শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশের অর্জন। আমাদের সেই সাফল্যের যাত্রা ধরে রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি ইরামুল কবির বলেন, একজন দানবীর ড. রাগীব আলী ছিলেন বলেই সিলেটবাসী আজ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাহিত্য সকল অঙ্গনে বেসরকারি ব্যক্তি উদ্যোগে সেবা পাওয়ার সুযোগ পেয়েছে। আমরা দানবীর রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দানবীর ড. রাগীব আলী আমাদের সম্পদ ও আমাদের গর্ব। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা ও স্বাস্থ্যসহ সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে। সেই আলো ছড়িয়ে পড়ছে পৃথিবীর দিগদিগন্তে।
বিকেএসপির ডেপুটি ডিরেক্টর শাহীনুল হক বলেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
সভাপতির বক্তব্যে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান বলেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে খেলতে আসে। এই একাডেমির ক্রিকেটাররা শ্রীলংকায় পুরো দেশকে তুলে ধরেছে। এটা একাডেমির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী সংবর্ধিত খেলোয়াড়দের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া, প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।