আমাদের বলতে হবে শিক্ষকই জাতির মেরুদন্ড : বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৩:৩৪:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : সারা দেশের ন্যায় সিলেটে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। সরকারি ও বেসরকারি উদ্যোগে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে র্যালি, আলোচনা সভা, শিক্ষক সমাবেশ, সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। সকালে সিলেট সার্কিট হাউস এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে পিটিআই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজাউন নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তারা সমাজ ও মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সততা ও আদর্শ থেকেই ছাত্ররা অনুপ্রাণিত হয়। আমরা বলি শিক্ষা জাতির মেরুদন্ড। আসলে বলতে হবে শিক্ষকই জাতির মেরুদন্ড।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমালোচনা গ্রহণের মানসিকতা থাকতে হবে। হাওর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকবৃন্দের অনেক অনিয়ম পরিলক্ষিত হয়। সে সব জায়গা থেকে বের হয়ে আসতে হবে। হাওরাঞ্চলে কর্মরত শিক্ষকগণকে টিফিন ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা এবং শিক্ষকদের উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে এসব সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে বেশী ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রশাসন-পুলিশসহ সকল বিভাগে সংস্কারের উদ্যোগ নিলেও শিক্ষা বিভাগে সংস্কারের কোন উদ্যোগ অধ্যাবধি নেয়া হয়নি। যার ফলে শিক্ষার লক্ষ্য অর্জন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নে প্রত্যেক প্রতিষ্ঠানে কাউন্সিলিং রুম, মেনটোরিং, রিচার্স সেন্টার থাকার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের ন্যায়ের পথে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি কমিশনার মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, শাবিপ্রবির প্রফেসর মোঃ জামাল উদ্দিন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর শামিমুল আহসান, সিলেট আলীয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর দিদার চৌধুরী, সিলেট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জী, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক শেখ মোহাম্মদ নজরুল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্ঠানে গুণী শিক্ষকের সম্মাননায় ভূষিত হোন চাতলগাঁও সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই, বালাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, নূরজাহান মেমরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, গুণী শিক্ষক আদরী রানী দাস। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি, শিক্ষক-ছাত্র-অভিভাবকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রাজনগর : রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজনগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ।।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি খালিছুর রহমান। সংবর্ধিতরা হলেন পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর প্রমুখ।
এছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালনের খবর পাওয়া গেছে।