ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল ও নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৬:৫২:২১ অপরাহ্ন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের সিলেট-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চর মোহাম্মদপুরের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও একই গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের সিলেট-মৌলভীবাজার সড়কে সিলেট থেকে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের সাথে সিলেটগামী একটি নোহা গাড়ী মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, তাদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।