রাতারগুলে ৩১টি নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৩:১২ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিঠাপানির জলাবন ‘রাতারগুল সোয়াম্প ফরেস্ট’-এ অবৈধভাবে মাছ শিকার করা বেআইনী জাল পুড়িয়েছে বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে গভীর জলে পেতে রাখা ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানে অংশ নেন বন বিভাগের কর্মকর্তা, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং তিনঘাট এলাকার নৌকা মাঝিরা।
বিট কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, এই নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও ডিমপাড়া প্রজাতি ধ্বংস হচ্ছে। এর প্রভাবে রাতারগুলের জলজ বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে।
পরিবেশবিদরা সতর্ক করেছেন, রাতারগুলের মতো সংবেদনশীল জলাবনে এমন অবৈধ কর্মকাণ্ড চলতে থাকলে এর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ধীরে ধীরে হারিয়ে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, রাতের আঁধারে পরিচালিত এই ‘মাছ নিধন সিন্ডিকেট’ বন্ধে বন বিভাগ, স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। পরিবেশের ভারসাম্য, প্রাণবৈচিত্র্যের সুরক্ষা এবং টেকসই পর্যটনের ভবিষ্যৎ সবকিছুই নির্ভর করছে এখন জনসচেতনতা ও দায়িত্বশীলতার ওপর।