ইমাম- মুয়াজ্জিন এবং উলামা মাশায়েকদের সাথে মতবিনিময়
৩১ দফার আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি : ব্যারিস্টার এম এ সালাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৭:১৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফার আলোকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বিশেষ করে এই ৩১ দফায় ইমাম মুয়াজ্জিন এবং উলামা মাশায়েকগণের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি উঠে এসেছে। কারণ তারেক রহমান মনে করেন, একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই ইমাম মুয়াজ্জিনগণের বেতন কাঠামো তৈরির বিষয়টি ৩১ দফায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিএনপি ইমাম-মুয়াজ্জিন প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।
গত শনিবার দুপুরে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ইমাম- মুয়াজ্জিন এবং উলামা মাশায়েকদের সাথে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সালাম বলেন, মসজিদ, মাদ্রাসার খেদমত করে আমি জীবন কাটাতে চাই। তাই আমি আমার ব্যাক্তিগত তরফ থেকে এবং আমার স্ত্রীর প্রতিষ্ঠিত বিবিস ট্রাস্টের মাধ্যমে মসজিদ মাদ্রাসার উন্নয়ন, মাদ্রাসার শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের জন্য সামান্যতম হলেও কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির শিকড়ে ইসলাম গভীরভাবে প্রোথিত। এই ভূখণ্ডের প্রতিটি সংকটে, প্রতিটি জাগরণে আলেম-ওলামারা ছিলেন জাতির দিশারী। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমাজের নৈতিক ভিত্তি রক্ষায় তাঁদের অবদান অনস্বীকার্য। তাই আজকের এই দুর্বিষহ সময়ে, জাতীয়তাবাদী রাজনীতির অংশ হিসেবে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আলেম সমাজকে বাদ দিয়ে কোনো জাতি এগোতে পারে না। জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুহিউল ইসলাম বুরহানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হামিদ খানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক উলামা মাশায়েক অংশ নেন।-বিজ্ঞপ্তি