বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় সিলেটে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৫:২০:৫৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় মো. ফরহাদ বক্স (৬১) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মো. ফরহাদ বক্স সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গতবছরের ৩ সেপ্টেম্বর সিলেটের কোতোয়ালী থানায় করা একটা মামলায় সোমবার রাতে আখালিয়া বাজারস্থ নিজ বসতবাড়ি থেকে মো. ফরহাদ বক্সকে (৬১) গ্রেফতার করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা কোতোয়ালী থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।