সিলেটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৫:২১:৫৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের ২ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ২ টি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার ট্রেন লাইনচ্যুতির পর কমিটি গঠন ও বরখাস্তের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও সিলেট জেলা প্রশাসন।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- উদয়ন এক্সপ্রেসের লোকো মাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকো মাস্টার জহিরুল ইসলাম নোমান।
জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে সিলেট আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তখন সারাদেশের সাথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায় সিলেটের। ৩ ঘণ্টা পরে এই রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
পরে দায়িত্বে অবহেলার কারণে উদয়ন এক্সপ্রেসের ২ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আর এ ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুটো কমিটিকেই ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার কারণে ২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আর বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।