আল কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে দিরাইয়ে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৩৭:৫৮ অপরাহ্ন

দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-মহাগ্রন্থ আল কোরআনের অবমাননাকারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ফাঁসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দিরাইয়ে সর্বস্তরের জনতার ব্যানারে দিরাই বাজার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মাওলানা মুজাম্মিল হকের সভাপতিত্বে ও হাফিজ কয়েছ আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা ফকরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, আশরাফ আলী, মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু,মাওলানা হেলাল আহমদ,জমিয়ত নেতা মাওলানা ছাব্বির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।বারবার এমন ঘটনার অন্যতম কারণ হচ্ছে কঠোর আইন না থাকা।
আগেও এ দেশে কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তা আবারও ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন অপমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সরকারের উচিত,আল্লাহ,রাসুল (সাঃ),ইসলাম,আল-কুরআন, অবমাননাকারীদের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।”
আমরা অতীতেও বারবার ন্যায়বিচারের আশায় ধৈর্য ধরেছি- বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, ইসলাম ও রাসূল (সা.)-এর অবমাননা ঘটলেই ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্যের সবক শেখাতে মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ,কিন্তু শেষে আর বিচার হয় না। এমনকি কুৎসিত ভাষায় রাসূল (সা.) কে অবমাননাকারী দিরাইয়ের লিটন চন্দ্র দাসের ক্ষেত্রেও আমরা ধৈর্যের সঙ্গে আইনের ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু তার কোনো বিচার হয়নি।
মহাগ্রন্থ আল-কুরআন অবমাননাকারী কুলাঙ্গার অপূর্ব – এ ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘটিয়েছে তার কর্থাবার্তা ও উগ্রতা দেখে কোনভাবেই তাকে পাগল মনে হয় নি। সরকারকে কুরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।