আবরার ফাহাদ স্মরণে শাবিপ্রবি ছাত্রদলের মিলাদ মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৩৮:৫১ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ অক্টোবর বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে শাবিপ্রবি ছাত্রদল শাখার সভাপতি রাহাত জামান বলেন, “বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয় শুধুমাত্র দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে লেখালেখি করাই ছিল তার অপরাধ।”
তিনি আরও বলেন, “আবরারের রক্ত আজ বাংলাদেশের ছাত্রসমাজের প্রতিবাদের প্রতীক। এই হত্যাকাণ্ড শুধু একজন শিক্ষার্থীকে হত্যার ঘটনা নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত।”
ছাত্রদল নেতা-কর্মীরা শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা প্রতিশ্রুতি দেন, “আবরারের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার আন্দোলনে শাবিপ্রবি ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।