শান্তিগঞ্জে কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯:০৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননাকারী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা।
আজ মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শান্তিগঞ্জ পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ও নির্বাহী সদস্য কাওসার আহমেদ রাহিমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই। আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন জমিয়তের সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান এবং উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হামিদ।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআনের অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।