টাইফয়েডের শতভাগ ভ্যাক্সিনেশনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে অংশগ্রহণ করতে হবে- বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪১:৩৬ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী বলেছেন, টাইফয়েডের শতভাগ ভ্যাক্সিনেশন এর মাধ্যমে প্রতিরোধ শক্তি বাড়াতে হবে এবং সুস্থ জাতি গঠনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। স্কাউটরা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে অনেকটা অগ্রসর ও স্মার্ট, তারা সমাজের প্রতিটি ভালো কাজে নেতৃত্ব প্রদানে সহায়ক ভূমিকা রাখে। টাইফয়েডের টিকা প্রদানেও তাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদান করে সমাজ ও রাষ্ট্রকে আরো এগিয়ে নিতে হবে। একবিংশ শতাব্দীতে এসেও আমরা পুরনো ধ্যান-ধারণা ও অপপ্রচারে বিভ্রান্ত হই, তা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আজ মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিস আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে স্কাউট ও গার্ল-ইন স্কাউটদের টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)ডা. মো.আনিসুর রহমান, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মজয় দত্ত, জেলা শিক্ষা অফিসার সিলেট আবু সাঈদ মোহাম্মদ ওয়াদুদ, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের উপ -পরিচালক তাপস কান্তি গোলদার, ইউনেসেফের সিলেট অফিস প্রধান কাজী দিল আফরোজ ইসলাম,সিলেট জেলা স্কাউট সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্কাউটদের করণীয় ও টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল রায়। ওরিয়েন্টেশনে সিলেট জেলাধীন ১৩ টি উপজেলার একজন স্কাউট ইউনিট লিডার, ২ জন স্কাউট ও ২ জন গার্ল-ইন- স্কাউট সদস্য অংশ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হবে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম।এতে নয় মাস থেকে শুরু করে ১৫ বছরের শিশু, কিশোর-কিশোরীদের টিকা প্রদান করা হবে।