হোসেনপুর বাজারে জনসভা
স্বাধীনতার ৫৪ বছরেও দিরাই-শাল্লায় উন্নয়নের ছোঁয়া লাগেনি- অ্যাডভোকেট পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫১:৪৭ অপরাহ্ন

দিরাই থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই-শাল্লা বাসী অনেক নেতার জন্ম দিলেও স্বাধীনতার ৫৪ বছরেও প্রিয় দিরাই শাল্লায় আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি।সারা দেশে উন্নয়ন হলেও আমরা আজও বঞ্চিত। দেশনায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশ কে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।তারেক রহমান বলেছেন যে এলাকা অবহেলিত রয়েছে, যদি বিএনপি ক্ষমতায় আসে সে এলাকা বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।
তিনি আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে দিরাই উপজেলার হোসেন বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি দিরাই-শাল্লা আসনে বিএনপি মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন,আমি যদি নমিনেশন নাও পাই,দল যাকেই মনোনয়ন দেবে তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে।ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপি নেতা দিলদার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালমান হোসেনের পরিচালনায় জনসভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।