সিলেটের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে ৫৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন সুজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ১১:০৫:১২ অপরাহ্ন

সিলেটের সঙ্গে বৈষম্য কেন? এই স্লোগানে ৭ দফা দাবিতে অনশন করার ৫৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন সুজন। শনিবার রাত ৮ টা ৫০ মিনিটে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের আশ্বাসের ভিত্তিতে তিনি অনশন ভেঙে নেন। একইসাথে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে বিকেল ৫ টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধও প্রত্যাহার করে নেন তারা।
জানা যায়, সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা করা, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা সহ ৭ দফা দাবীতে গত বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন আব্দুল্লাহ মামুন সুজন নামের এক যুবক। এসময় থেকে এখনো পর্যন্ত তিনি অনশনে রয়েছেন। তার সাথে সমর্থন জুগিয়ে ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তার সাথে অনশনেও বসেছেন অনেকে। এখন ঘণ্টার ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো আশ্বাস না পাওয়ায় তারা এবার সড়ক অবরোধ শুরু করেছেন শনিবার বিকেল ৫ টা থেকে। পরে রাত ৮ টা ৫০ মিনিটে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের আশ্বাসের ভিত্তিতে তিনি অনশন ভেঙে নেন। এসময় প্রায় ৪ ঘণ্টা ধরে চলা সড়ক অবরোধও তুলে নেন তারা।
এসময় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, এই ৭ টি দাবীই যথার্থ। এগুলো পূরণ করতে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি সিলেটের এই সমস্যাগুলো দূর করতে। সিলেটের সাথে আর কোনো বৈষম্য হবে না। ২২ সালের বন্যার পর থেকেই ঢাকা-সিলেট মহাসড়ককের অবস্থা খুবই বেহাল হয়ে গেছে।