ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করাসহ বিভিন্ন দাবী
১৫ দিনের মধ্যে দাবী না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারী সাবেক মেয়র আরিফের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৫:১৬:০৯ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করাসহ বিভিন্ন দাবী ১৫ দিনের মধ্যে না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আজ রোববার তিনি নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে এই হুশিয়ারী দেন।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন,‘আমি বারবার বলে আসছি-এখন আর চুপ করে থাকা সময় নয়। ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন দেখতে চাই: ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে পর্যাপ্ত ট্রেন ও বগি চালু করা, রেল টিকিট কালোবাজারি রোধ করা এবং সিলেট–ঢাকা বিমানের ভাড়া যুক্তিসংগত পর্যায়ে আনাসহ অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা টেকসইভাবে পুনর্গঠন করা। যদি এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় এবং সিলেটবাসীর প্রতি বৈষম্য অব্যাহত থাকে, তবে আমি সিলেটের জনগণকে সংগঠিত করে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো-এবং এর দায় বর্তমান সরকারেরই নিতে হবে।’
ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সার্বিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবিতে আজ রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেন সিলেটবাসী। সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহবানে এ কর্মসূচি পালিত হয়। কোর্ট পয়েন্টে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। ধর্মঘট চলাকালে নগরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।
এর আগে বিভিন্ন প্রচারপত্র বিলি করে নানা দাবী জানান সাবেক মেয়র আরিফ।