বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হলে অস্ত্র রাখার ঘটনায় আপিল রিভিউ কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৪:০০:৫৫ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং শাহপরাণ হল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আপিল পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
জানা যায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আপিল করতে পারবেন। কেবল ওই সময়ের মধ্যে যারা আপিল করবেন তাদেরটি পর্যালোচনা করবে রিভিউ কমিটি।
রিভিউ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, এবং প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান।