সাদাপাথর নৌকা ঘাট ও পার্কিং বুঝে নিলেন ইজারাদার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৯:২৬:২৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথরের নৌকা ঘাট ও গাড়ি পার্কিং এরিয়ার দায়িত্ব ফিরেছে ইজারাদারদের কাছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে দোয়ার মাধ্যমে নৌকা ঘাটে তাদের কার্যক্রম শুরু করেন। এর আগেরদিন সন্ধ্যায় উপজেলা প্রশাসন ইজারাদার লিলু মিয়াকে নৌকা ঘাট ও গাড়ি পার্কিং এরিয়ার দায়িত্ব বুঝিয়ে দেন।
বাংলা ১৪৩২ সনের অবশিষ্ট ১৮৩ দিনের জন্য গত ৬ অক্টোবর ভ্যাট আয়কর সহ প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকায় ইজারা নেন ব্যবসায়ী লিলু মিয়া। এর আগে দেড় বছর খাস কালেকশনের মাধ্যমে উপজেলা প্রশাসন নৌকা ঘাট ও গাড়ি পার্কিং থেকে টাকা উত্তোলন করেছে। ১৪৩১ বাংলা সনের ইজারা যথাযথ আইন মেনে না হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন এই খাস কালেকশনের মাধ্যমে টাকা আদায় করেছে। ২০১৮ সাল থেকে সাদাপাথর নৌকা ঘাট ও গাড়ি পার্কিং এরিয়া লিজ দিয়ে আসছে উপজেলা প্রশাসন।
ঘাট উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লিজ গ্রহীতা মেসার্স চাচা ভাতিজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ লিলু মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান ডালিম, ব্যবসায়ী ফয়জুর রহমান, রফিকুল ইসলাম, সাবেক মেম্বার ফখরুল ইসলাম, ব্যবসায়ী জসীম উদ্দিন, এখলাছুর রহমান, সাইবুর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ মাসুম আহমদ।