তাহিরপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২১:১৩ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ) : ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল বাংলাদেশি ৮ নাগরিক। তাঁদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছে। আজ সোমবার সকালে ভারতের মেঘালয়ের লালগাঁও চেকপোস্ট এলাকায় তাঁদের দেখতে পেয়ে আটক করে বিএসএফ।
বিষয়টি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কে অবগত করে বিএসএফ। পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে বিজিবি নিশ্চিত হয় যে, এদের সবাই বাংলাদেশি নাগরিক।
একপর্যায়ে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বর্ডার হাট এলাকায় দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃতদের লাউড়েরগড় বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করে বিএসএফ। শেষে এই ৮ বাংলাদেশি নাগরিককে নিকটস্থ তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবি।
এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।
এদিকে যোগাযোগ করা হলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযত প্রক্রিয়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনই তাঁদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। বিস্তারিত জানাতে আরো কিছুটা সময় লাগবে।