কোম্পানীগঞ্জে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বেলার প্রচারাভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৩:৫৪ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)’র আয়োজনে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিয়ে এ প্রচারণায় মূল উদ্দেশ্য উপস্থাপন করেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।
পরবর্তীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রিয়াজ উদ্দিন, সিনিয়র শিক্ষক মুহা: গোলাম রব্বানী, সিনিয়র শিক্ষক বীর বিক্রম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্লাস্টিক এবং পলিথিন আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা পূর্বেকার দিনে মাটি ও পাতিলের জিনিস ব্যবহার করেছি। যেগুলো আমাদের কখনো কোনো ক্ষতি করে নি, আমাদের পরিবেশেরও ক্ষতি হয়নি। কিন্তু, আমরা দিন দিন যত উন্নতির দিকে যাচ্ছে, ততই নিজেদের এবং পরিবেশের ক্ষতি করছি প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করে। আর সিলেটের বিভিন্ন পাহাড়/টিলা কাটা, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, অবৈধ ইটভাটা আমাদের পরিবেশর ক্ষতি করছে। এগুলো বন্ধ না হলে পরিবেশ টিকিয়ে রাখা সম্ভব না আর এতে করে মানবজাতিই ক্ষতির সম্মুখীন হচ্ছে।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত বিশ্বাস, রবি বাবু বিশ্বাস।