দেশের আঠারো কোটি জনগণ রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ- অধ্যাপক আব্দুল হান্নান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৮:০৮ অপরাহ্ন

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশের মানুষের রাষ্ট্র ক্ষমতায় সব দলকে দেখা শেষ। এখন দেশের আটারো কোটি জনগন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন,একটি গোষ্ঠী পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তারা নাকি পিআর বুঝেনা।এই যদি হয় তাহলে তারা রাজনীতি বুঝে কিভাবে? জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা।
আজ সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লালটেক গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথাগুলো বলেন তিনি।
স্থানীয় ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান জমির আলীর সভাপতিত্বে ও টিম সদস্য আশফাকুর রহমান ও আবুল কালামের যৌথ পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মালিক, ইউনিয়ন জামায়াতের আমীর কামাল উদ্দিন,সেক্রেটারি মকবুল হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আব্দুল মজিদ মেম্বার বিশিষ্ট জামায়াত নেতা মাষ্টার ওয়াইস মিয়া। আরো বক্তব্য রাখেন ছাত্র শিবির ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ,মিফতাহুল হাসান লাকী,আশিক আলী।
উপস্থিত ছিলেন, আতিকুর রহমান, সাদ উল্লাহ,হাজী আব্দুর রহিম, গেদা মিয়া,খাদু মিয়া,বসকুল্লাহ মিয়া,রসু মিয়া,জমির আলী,মকবুল আলী,আহমদ আলীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে একি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমনগরে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।